জুমাদাল আখিরাহ ১৪৪৪ || জানুয়ারি ২০২৩

আহসান হাবীব - কক্সবাজার

৬০৩১. প্রশ্ন

কিছুদিন আগে আমার এক বন্ধু মোটরসাইকেল এ্যাক্সিডেন্ট করে পায়ে আঘাত পায়। তখন ডাক্তার তার পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তাই সে তার ওপর মাসেহ করেই ওযু করে। গতকাল যোহরের নামাযের জন্য ওযু করে আসার পথে ঐ স্থানটি শুকিয়ে যাওয়ার কারণে ব্যান্ডেজটি খুলে পড়ে যায়। ফলে সে শুধু ঐ স্থানটি পুনরায় ধুয়ে নামায আদায় করে। জানতে চাচ্ছি, শুধু ঐ স্থানটি ধোয়াই যথেষ্ট ছিল, নাকি পূর্ণ ওযু করা দরকার ছিল?

উত্তর

ঐ স্থান ধোয়াই যথেষ্ট ছিল। কেননা ক্ষতস্থান শুকিয়ে যাওয়ার কারণে ব্যান্ডেজ পড়ে গেলে পূর্বের মাসেহ বাতিল হয়ে যায় এবং ওযু অবস্থায় থাকলে শুধু ঐ স্থানটি ধুয়ে নেওয়াই যথেষ্ট।

-মাবসূত, সারাখসী ১/৭৪; শরহু মুখতাসারিত তাহাবী ১/৪৪২; বাদায়েউস সানায়ে ১/৯১; তাবয়ীনুল হাকায়েক ১/১৫৬; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৭৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন