জুমাদাল উলা ১৪৪৪ || ডিসেম্বর ২০২২

শাফিন - বরিশাল

৬০২৩. প্রশ্ন

অনেক বছর আগে মামা একদিন দই কেনার জন্য আমাকে বাজারে পাঠিয়েছিলেন। দোকানদার ছিল আমার বন্ধুর বাবা। তাই আমার থেকে দধির মূল্য রাখেনি। পরবর্তীতে আমি আর মামাকে ঐ টাকা ফেরত দেইনি। তা খরচ করে ফেলেছি। তবে ঐ টাকা মামাকে ফিরিয়ে দেওয়ার ইচ্ছা ছিল। একদিন গল্পের ফাঁকে ইমাম সাহেব হুজুর বললেন, ঐ টাকা আপনার মামাকে ফেরত দিতে হবে না; তা আপনার।

এখন মুহতারাম মুফতী সাহেবের কাছে জানতে চাই, ইমাম সাহেবের উক্ত কথা কি ঠিক? আসলেই কি মামাকে ঐ টাকা ফেরত দিতে হবে না?

 

উত্তর

ইমাম সাহেব সঠিক বলেছেন। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার মামাকে উক্ত টাকা ফেরত দেওয়া জরুরি নয়। কেননা, প্রশ্নোক্ত ক্ষেত্রে দোকানদার দধিটি মূলত আপনাকে হাদিয়া দিয়েছেন। আর পরবর্তীতে আপনার হাদিয়ার বস্তুটিই যখন মামাকে দিয়েছেন সুতরাং তা আপনার পক্ষ থেকে বিক্রি বলে গণ্য হবে। অতএব, ঐ টাকা খরচ করা আপনার জন্য বৈধ হয়েছে।

-কিতাবুল আছল ১১/২৮৮; আলমুহীতুর রিযাবী ৮/১৩২; আলমুহীতুল বুরহানী ১৫/৬৫; ফাতাওয়া খানিয়া ৩/২৬; আলবাহরুর রায়েক ৭/১৫৫; আদ্দুররুল মুখতার ৫/৫১৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন