রবিউল আউয়াল ১৪৪৪ || অক্টোবর ২০২২

তাবাসসুম আক্তার - খিলগাঁও

৫৮৬৫. প্রশ্ন

আমার চেহারায় দুই কানের পাশে গালের উপর কিছুদূর পর্যন্ত এবং গোঁফের স্থানে বড় আকারের কালো লোম রয়েছে। আমার স্বামী এটা পছন্দ করে না। সৌন্দর্য বৃদ্ধির জন্য তিনি আমাকে লোমগুলো তুলে ফেলতে বলছেন। হুজুরের কাছে জানতে চাই, এমতাবস্থায় আমি লোমগুলো তুলে ফেলতে পারব কি? এতে কি শরয়ী কোনো নিষেধাজ্ঞা আছে?

উত্তর

মহিলাদের গোঁফ, দাড়ি বা চেহারার কোনো স্থানে অতিরিক্ত লোম গজালে তা তুলে ফেলা জায়েয। ইবনে আবিস সকরের স্ত্রী থেকে বর্ণিত, তিনি আয়েশা রা.-এর কাছে ছিলেন। তখন এক মহিলা তাকে জিজ্ঞাসা করল, হে উম্মুল মুমিনীন! আমার চেহারায় কিছু লোম রয়েছে। আমি কি আমার স্বামীর সামনে সাজগোজের জন্য তা উপড়ে ফেলতে পারব? তখন আয়েশা রা. বললেন-

أَمِيطِي عَنْكِ الْأَذَى، وَتَصَنَّعِي لِزَوْجِكِ كَمَا تَصَنَّعِينَ لِلزِّيَارَةِ.

তুমি তোমার চেহারার অসুশ্রী লোমগুলো ফেলে দাও এবং তোমার স্বামীর জন্য সাজসজ্জা গহণ কর, যেমন কোথাও যাওয়ার সময় তুমি তা করে থাকো। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৫১০৪)।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি মুখের লোমগুলো তুলে ফেলতে পারবেন।

-তাবয়ীনুল মাহারিম, পৃ. ২৬১; শরহু সহীহি মুসলিম, নববী ১৪/১০৬; ফাতহুল বারী ১০/৩৯০; রদ্দুল মুহতার ৬/৩৭৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন