রবিউল আউয়াল ১৪৪৪ || অক্টোবর ২০২২

হাফিজুর রহমান - কালিগঞ্জ, সাতক্ষীরা

৫৮৬৪. প্রশ্ন

আমাদের এলাকায় কিছু লোকের মধ্যে একটা প্রচলন আছে। তা হল, গুড়, রস ও মধুতে পিঁপড়া লাগলে, কিছু পিঁপড়া বেছে ফেলে দেওয়ার পর তা খেয়ে ফেলে। অথচ খাওয়ার সময় তাতে কিছু পিঁপড়া থেকে যায়। অনেক সময় সব পিঁপড়া বেছে ফেলে দেওয়া কঠিন হয়ে পড়ে। এই পিঁপড়া খাওয়াকে তারা দূষণীয় মনে করে না।

আমার জানার বিষয় হল, এভাবে পিঁপড়া খাওয়াতে শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?

উত্তর

ইচ্ছাকৃত পিঁপড়া খাওয়াও সম্পূর্ণ নাজায়েয। তাই মধু বা খাবারের মধ্যে পিঁপড়া থাকলে তা সম্পূর্ণরূপে বেছে ফেলে দিতে হবে। অবশ্য সাধ্যমত সব পিঁপড়া বেছে ফেলে দেওয়ার পর ভুলবশত কোনো পিঁপড়া খাওয়া হয়ে গেলে গুনাহ হবে না।

-আলমুহীতুল বুরহানী ৮/৪১৫; ফাতাওয়া খানিয়া ৩/৩৫৮; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৮৯; রদ্দুল মুহতার ৬/৩০৬; বাযলুল মাজহুদ ১৬/১৫৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন