সফর ১৪৪৪ || সেপ্টেম্বর ২০২২

আবদুল আলী - সিরাজগঞ্জ

৫৭৯৯. প্রশ্ন

আমি প্রতি বছর একটি মসজিদে খতমে তারাবীহের জামাতে ইমামতি করি। গত রমযানে একদিন তারাবীহের নামাযে আয়াতে সিজদা তিলাওয়াতের পর সিজদা করি এবং সিজদা থেকে উঠে পরবর্তী আয়াত থেকে তিলাওয়াত না করে ভুলে সূরা ফাতিহা পড়া শুরু করি। তিন-চার আয়াত তিলাওয়াত করার পর  খেয়াল হয়; তখন সূরা ফাতিহা বাদ দিয়ে আয়াতে সিজদার পরবর্তী আয়াত থেকে তিলাওয়াত শুরু করি। উক্ত কারণে আমি সাহু সিজদা করিনি। মুহতারামের কাছে প্রশ্ন হল, আমার সাহু সিজদা না করা কি ঠিক হয়েছে?

উত্তর

হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সেজদা না করা ঠিকই হয়েছে। কেননা সূরা ফাতিহার সঙ্গে সূরা মেলানোর পর পুনরায় সূরা ফাতিহা পড়লে সাহু সিজদা ওয়াজিব হয় না।

-আয্যাখীরাতুল বুরহানিয়া ২/২৫৫; ফাতাওয়া খানিয়া ১/১২১; আততাজনীস ওয়াল মাযীদ ২/১৩৮; তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৩; আদ্দুররুল মুখতার ১/৪৬০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন