যিলহজ্ব ১৪৪৩ || জুলাই ২০২২

নযরুল ইসলাম - বরিশাল

৫৭৫৬. প্রশ্ন

১. যে জমি ভাড়া নেওয়া হবে সেই ভাড়া বাবদ উক্ত জমির ফসল নির্দিষ্ট হারে দেওয়া বৈধ হবে কি? যেমন এক কেদার জমি তিন মন ধানের বিনিময়ে ভাড়া দিল, আবার ধান উক্ত জমি থেকেই পরিশোধ করতে হবে। এমন শর্ত করল। এখন তা বৈধ হবে কি?

২. যে জমির ফসল কাটবে ঐ জমির ফসল থেকে শ্রমিককে আনুপাতিক হারে তার পারিশ্রমিক দেওয়া বৈধ হবে কি? যেমন ১০/১ এবং ৮/১ ইত্যাদি।

উত্তর

১. কোনো জমি তাতে উৎপাদিত ফসলের একাংশ ভাড়া হিসেবে প্রদানের শর্তে ভাড়া দেওয়া নাজায়েয। এমন শর্ত করলে ভাড়াচুক্তি ফাসেদ হয়ে যাবে। তবে নির্ধারিত জমির ফসল দেওয়ার শর্ত না করে ভাড়া হিসেবে ধান ইত্যাদি প্রদানের চুক্তি করা জায়েয। সেক্ষেত্রে ফসলের পরিমাণ, জাত ও গুণগত মান পূর্বেই ঠিক করে নিতে হবে। আর ঐভাবে চুক্তি করার পর উক্ত জমির ফসল শর্তানুযায়ী হলে তা দিয়েও ভাড়া প্রদান করা যাবে।

২. কোনো জমির ফসল কাটানোর বিনিময়ে উক্ত ফসলের কোনো অংশ দেয়ার চুক্তি করা নাজায়েয। তাই এক্ষেত্রেও উক্ত জমির ফসল দেয়ার শর্ত করা যাবে না। বরং উক্ত জমি থেকে ফসল দেওয়ার শর্ত না করে সাধারণভাবে নির্ধারিত পরিমাণ ফসল দেওয়ার চুক্তি করবে। এরপর নিয়োগকারী চাইলে কেটে নিয়ে আসা ফসল থেকেও পারিশ্রমিক দিতে পারবে। -আলমুহীতুল বুরহানী ১১/৩৩৩; খুলাসাতুল ফাতাওয়া ৩/১১৩; ফাতাওয়া খানিয়া ২/৩২৯; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/১১৮; শরহুল মাজাল্লাহ, আতাসী ২/৫৩৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন