যিলহজ্ব ১৪৪৩ || জুলাই ২০২২

আবু বকর - সিলেট

৫৭৪৯. প্রশ্ন

আমি বহু দিন ধরে এক মসজিদের খেদমতে নিয়োজিত। গত পাঁচ বছর আগে মসজিদের খতীব সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে হজ্ব করে ফেলি। তখন আমার সামর্থ্য ছিল না। গত বছর আমার বড় ছেলের সরকারি চাকরি হয়। সে আমাকে প্রতি মাসে ত্রিশ হাজার টাকা দেয়। এখন আমি হজ্বের সামর্থ্য রাখি। জানতে চাচ্ছি, আমার পূর্বের হজ্ব দ্বারা কি হজ্বের ফরয আদায় হবে, নাকি পুনরায় হজ্ব করতে হবে?

উত্তর

আপনার বিগত হজ্ব দ্বারাই ফরয হজ্ব আদায় হয়ে গেছে। তাই এখন হজে¦র সামর্থ্য হলেও পুনরায় হজ্ব করা ফরয হবে না। কেননা, আর্থিকভাবে সামর্থ্যবান হওয়ার আগেই ধার ইত্যাদি করে হজ্ব করে ফেললেও তা দ্বারা ফরয হজ্ব আদায় হয়ে যায়।

-বাদায়েউস সানায়ে ২/২৯৪; ফাতাওয়া খানিয়া ১/২৮১; ফাতহুল কাদীর ২/২১৭; মাজমাউল আনহুর ১/৩৮৪; আলবাহরুল আমীক ১/৩৮৬; গুনইয়াতুন নাসিক, পৃ. ২২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন