মুহাররম ১৪২৮ || ফেব্রুয়ারি ২০০৭

শরীফ হোসাইন - নারায়নগঞ্জ

৯০৬. প্রশ্ন

হযরত ইবরাহীম খলীল আ. এর সাহবেজাদার মধ্যে আমরা সাধারণত হযরত ইসমাঈল আ. ও হযরত ইসহাক আ. এর নামই জানি। ইবরাহীম আ. এর কি আরও কোনো পুত্র সন্তান ছিল? থাকলে তাদের নাম কী?

উত্তর

কোনো কোনো ঐতিহাসিক বর্ণনায় ইসমাঈল আ. ও ইসহাক আ. ছাড়াও ইবরাহীম আ. -এর আরও ১১ জন সাহেবজাদা ছিলেন বলে উল্লেখ পাওয়া যায়। তবে এসব ঐতিহাসিক বর্ণনায় তাদের নামের ব্যাপারে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। তাদের নাম হল, ১. মাদয়ান, ২. যামরান, ৩. সারখ (সারজ), ৪. নিকশান (বিকশান), ৫. নাশক, ৬. নামোল্লেখ নেই, ৭. কীসান, ৮. সুরাজ, ৯. উমাইম, ১০. লুতান ও ১১. নাফেস।

-আলবিদায়া ওয়াননিহায়া ১/২৫৫-২৫৬; আলকামিল ফিত তারিখ ১/১২৩; আররাওযুল উনুফ ফী শরহি সীরাতি ইবনে হিশাম ১/৮৪-৮৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন