যিলহজ্ব ১৪২৭ || জানুয়ারি ২০০৭

মুহাম্মাদ মোস্তফা আল মামুন - বিশ্বেশ্বর, শান্তিনগর, কুড়িগ্রাম

৯৫৩. প্রশ্ন

হজ্বের একটি ওয়াজিব হল, মুযদালিফায় অবস্থান করা। প্রশ্ন হচ্ছে, কেউ যদি মুযদালিফায় গিয়ে ভূমিতে অবতরণ না করে গাড়ির মধ্যে থাকে তবে তার ওয়াজিব আদায় হবে কি?

উত্তর

হাঁ, যিলহজ্বের দশ তারিখ সুবহে সাদিকের পর থেকে সূর্য উদিত হওয়ার আগে যে কোনভাবে মুযদালিফায় থাকলেই উকুফে মুযদালিফার ওয়াজিব আদায় হয়ে যাবে। এই ওয়াজিব আদায়ের জন্য মুযদালিফার ভূমিতে অবতরণ করা জরুরি নয়। তবে মুযদালিফায় কুজাহপাহাড়ের পেছনের ভূমিতে অবস্থান করা উত্তম।

-ফাতাওয়া হিন্দিয়া  ১/২৩০; ফাতহুল কাদীর ২/৪৯৬; বাদায়েউস সানায়ে ২/৩২১; আলবাহরুর রায়েক ২/৬০০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন