যিলকদ ১৪৪৩ || জুন ২০২২

আফজাল ভুঁইয়া - নাটোর

৫৭০৫. প্রশ্ন

একদিন আমি যোহরের আগের চার রাকাত সুন্নত পড়ার সময় তৃতীয় রাকাতে ভুলে সূরা ফাতিহা পড়েই রুকুতে চলে যাই এবং স্মরণ হওয়ার পর শেষ বৈঠকে সাহু-সিজদা করি। আমার প্রশ্ন হল, আমার এই নামায কি আদায় হয়েছে? সুন্নতের শেষ দুই রাকাতে কি সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলানো ওয়াজিব? এক্ষেত্রে আমার সাহু সিজদা করা কি ঠিক হয়েছে?

উত্তর

হাঁ, উক্ত নামাযে আপনার সাহু সিজদা করা সহীহ হয়েছে। কেননা, চার রাকাতবিশিষ্ট সুন্নত ও নফল নামাযের সব রাকাতেই সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলানো ওয়াজিব। তাই তৃতীয় রাকাতে সূরা না মিলানোর কারণে আপনার উপর সাহু সিজদা ওয়াজিব ছিল।

-আলবাহরুর রায়েক ১/২৯৬; মাজমাউল আনহুর ১/১৯৭; হালবাতুল মুজাল্লী ২/৯১; ফাতাওয়া হিন্দিয়া ১/৭১; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ১৩৫; আদ্দুররুল মুখতার ১/৪৫৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন