শাওয়াল ১৪৪৩ || মে ২০২২

সাঈদ আহমাদ - সাতক্ষীরা

৫৬৯৪. প্রশ্ন

সরকারি কলেজের পাশে আমাদের একটা লাইব্রেরি আছে। আমাদের এখানে কম্পোজ ও গ্রাফিক্স ডিজাইনের চাহিদা বেশি থাকায় আমি ঢাকায় আমার এক বন্ধুর সাথে চুক্তি করি যে, আমার দোকানে কম্পোজ বা গ্রাফিক্স ডিজাইনের যত অর্ডার আসবে সে ঢাকায় তার দোকানে বসে কাজ করে আমার মেইলে পাঠিয়ে দেবে। আর আমি আমার দোকানের প্রিন্টার থেকে প্রিন্ট বের করে কাস্টমারকে দিব এবং কম্পোজ ও প্রিন্টের কারবারে যা লাভ হবে তা আমরা সমানভাবে বণ্টন করে নেব।

আমার জানার বিষয় হল, আমাদের কারবারে উক্ত পদ্ধতিতে লভ্যাংশ বণ্টনের চুক্তি কি শরীয়তের দৃষ্টিতে সহীহ হয়েছে?

উত্তর

প্রশ্নের বর্ণনা অনুযায়ী উক্ত কারবারে যেহেতু আপনাদের উভয়েরই শ্রম রয়েছে তাই লভ্যাংশ বণ্টনের চুক্তিটি সহীহ হয়েছে। সুতরাং আপনারা উভয়ে যদি চুক্তি অনুযায়ী কাজ করেন তাহলে উক্ত কারবারে যা লাভ হবে তা আপনারা সমানভাবে বণ্টন করে নিতে পারবেন।

-আলমাবসূত, সারাখসী ১১/১৫২; শরহু মুখতাসারিত তাহাবী ৩/২৫০; বাদায়েউস সানায়ে ৫/৮৫; আলবাহরুর রায়েক ৫/১৮১; আলমুহীতুল বুরহানী ৮/৩৯৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন