শাওয়াল ১৪৪৩ || মে ২০২২

সুহাইল আহমাদ - মনিরামপুর, যশোর

৫৬৮৯. প্রশ্ন

গত রমযানে একদিন আমি যোহরের নামাযের জন্য ওযু করছিলাম। ওযু শেষে ভুলে পানি পান করে ফেলি। তখন আমার রোযা ভেঙে গেছে মনে করে ওইদিন স্বাভাবিক পানাহার করি।

হুজুরের নিকট জানতে চাই, এভাবে ইচ্ছাকৃত পানাহার করার দ্বারা কি আমার ওপর ওই দিনের রোযার কাযা-কাফফারা উভয়টি আবশ্যক হবে, নাকি শুধু ওই দিনের রোযার কাযা আদায় করতে হবে? সঠিক উত্তর জানিয়ে বাধিত করবেন।

উত্তর

রোযা রেখে ভুলে কিছু খেলে বা পান করলে রোযা ভাঙে না। আবু হুরায়রা রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-

إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ، فَلْيُتِمّ صَوْمَهُ، فَإِنّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ.

যখন কেউ ভুলে পানাহার  করে ফেলে, সে যেন তার রোযা পূর্ণ করে। কেননা আল্লাহ তাআলাই তাকে পানাহার করিয়েছেন। (সহীহ বুখারী, হাদীস ১৯৩৩)

তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রথমে ভুলে পানি পান করার পর আপনার রোযা বহাল ছিল। পরে ইচ্ছাকৃত পানাহারের কারণে আপনার রোযা ভেঙে গিয়েছে। তাই আপনাকে ওই দিনের জন্য একটি রোযা কাযা করতে হবে। কিন্তু কোনো কাফফারা আদায় করতে হবে না। আর উক্ত ভুলের কারণে আল্লাহ তাআলার নিকট তাওবা-ইস্তিগফার করতে হবে।

-কিতাবুল আছল ২/১৫৫; বাদায়েউস সানায়ে ২/২৫৮; খিযানাতুল আকমাল ১/৩০০; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/২২৪; আলমুহীতুল বুররহানী ৩/৩৬৬; খুলাসাতুল  ফাতাওয়া ১/২৫৮; রদ্দুল মুহতার ২/৪০৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন