মাহমুদ - ফরিদপুর
৫৬৭৮. প্রশ্ন
আমি মসজিদের ওযুখানায় ওযু করতে বসি। তখন আমি একজনকে দেখি, সে ডান পা ধোয়ার আগেই বাম পা ধুয়েছে, তারপর ডান পা ধুয়েছে এবং এ ওযু দ্বারা নামাযও পড়েছে। এখন আমার জানার বিষয় হল, তার উক্ত ওযু কি সহীহ হয়েছে এবং তা দ্বারা আদায়কৃত নামায কি সহীহ হবে?
উত্তর
হাঁ, ঐ ব্যক্তির ওযু সহীহ হয়েছে। এবং তা দ্বারা আদায়কৃত নামাযও সহীহ হয়েছে। কেননা ওযুতে ডান পা আগে ধৌত করা সুন্নত। এর উল্টো করলেও ওযু হয়ে যায়। তবে যেহেতু ডান পা আগে ধোয়া সুন্নত তাই এ ব্যাপারে যত্নবান হওয়া উচিত। হাদীসে এসেছে, হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন-
كَانَ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ يُعْجِبُهُ التّيَمّنُ، فِي تَنَعّلِهِ، وَتَرَجّلِهِ، وَطُهُورِهِ، وَفِي شَأْنِهِ كُلِّهِ.
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিধান করা, চুল আঁচড়ানো, পবিত্রতা অর্জনসহ সকল কাজ ডান দিক থেকে শুরু করতে পছন্দ করতেন। (সহীহ বুখারী, হাদীস ১৬৮)
-বাদায়েউস সানায়ে ১/১১৩; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ২৮; ফাতহুল কাদীর ১/১৩; আলবাহরুর রায়েক ১/২৭; মাজমাউল আনহুর ১/২৯