শাওয়াল ১৪৪৩ || মে ২০২২

হানযালা - কোটালীপাড়া, গোপালগঞ্জ

৫৬৭৭. প্রশ্ন

আমি আসরের নামাযের সময় বাড়ি থেকে ওযু করে মসজিদে রওয়ানা দেই। রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যাই। তখন আমার পায়ের একটি আঙুলের মাথা থেকে রক্ত বের হতে শুরু করে। আমি তখন রাস্তার পাশের বালু নিয়ে ক্ষতস্থানে দেই। এতে রক্ত বন্ধ হয়। কিন্তু আবার রক্ত বের হতে লাগে। এভাবে কয়েকবার রক্ত বের হতে থাকে আর প্রত্যেকবারই আমি রক্ত বন্ধ করার চেষ্টা করি। পরে রক্ত পড়া একেবারে বন্ধ হওয়ার পর মসজিদে গিয়ে নামায আদায় করি। নতুনভাবে আর ওযু করিনি।

মুহতারামের নিকট আমার জানার বিষয় হল, এভাবে বারবার রক্ত বের হওয়া এবং তা বন্ধ করার দ্বারা কি আমার ওযু ভেঙে গিয়েছে এবং ওই নামায কি আমাকে পুনরায় পড়তে হবে?

 

উত্তর

প্রশ্নোক্ত বর্ণনায় বুঝা যাচ্ছে, আপনার পায়ের আঙুল থেকে গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হয়েছে, যা ওযু ভঙ্গের কারণ। সুতরাং পুনরায় ওযু না করে আপনার আদায়কৃত নামায সহীহ হয়নি। নতুন ওযু করে ওই নামায আপনাকে আবার আদায় করে নিতে হবে।

-মাবসূত, সারাখসী ১/৭৭বাদায়েউস সানায়ে ১/১২৪; ফাতাওয়া খানিয়া ১/৩৬; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ২৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১১; রদ্দুল মুহতার ১/১৩৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন