জুমাদাল আখিরাহ ১৪৪৩ || জানুয়ারি ২০২২

মুহাম্মাদ বেলাল - কুমিল্লা

৫৬০৮. প্রশ্ন

কয়েকদিন আগে আমার চোখ ওঠে। তারপর মোটা তোয়ালে দিয়ে কয়েকবার ডলে মোছার কারণে চোখ দুটি ফুলে প্রচ- ব্যথা শুরু হয় এবং মাঝে মাঝে পানি ও সামান্য পুঁজ পড়তে থাকে। ডাক্তারের নিকট গেলে কিছু ঔষধ দিয়ে বলেন, আপনার চোখের পাতলা পর্দা কিছুটা ফেটে গেছে ও হালকা ক্ষত হয়েছে। তাই চোখে হাত লাগাবেন না। এখন আমার জানার বিষয় হল, চোখ থেকে মাঝে মাঝে পানি এবং হালকা পুঁজ পড়ার দ্বারা কি আমার ওযু ভেঙ্গে যাবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু চোখে ক্ষত হয়ে গেছে এবং তা থেকে পুঁজও বের হচ্ছে, তাই এটি নাপাক বলে গণ্য হবে এবং চোখ থেকে বাইরে গাড়িয়ে পড়লে ওযু ভেঙ্গে যাবে। অবশ্য যদি ঐ ময়লা পানি বাইরে গড়িয়ে না পড়ে এবং চোখের মধ্যেই থাকে, তাহলে ওযুর ক্ষতি হবে না।

-আলমাবসূত, সারাখসী ১/৭৬; আততাজনীস ওয়াল মাযীদ ১/১৪৫; আলমুহীতুল বুরহানী ১/১৯৬; তাবয়ীনুল হাকায়েক ১/৪৯; হালবাতুল মুজাল্লী ১/৩৭৮; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৯২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন