জুমাদাল আখিরাহ ১৪৪৩ || জানুয়ারি ২০২২

সায়িম - রাজশাহী

৫৬০৬. প্রশ্ন

আমি এক শুক্রবার বাড়ি থেকে ঢাকায় আসি। রাস্তায় গাড়িতে বসে দেখি জুমার নামায হচ্ছে। তখন আমি ড্রাইভারকে গাড়ি থামাতে বলি। তারপর গাড়ি থেকে নেমে জুমার নামায পড়তে যাই। কিন্তু গিয়ে দেখি যদি ওযু করতে যাই তাহলে জুমার নামায ছুটে যাবে। তাই আমি তায়াম্মুম করে জুমাতে শরীক হয়ে যাই। এখন আমার জানার বিষয় হল, তায়াম্মুম করে জুমাতে শরীক হওয়া কি আমার জন্য সহীহ হয়েছে?

উত্তর

প্রশ্নোক্ত অবস্থায় ওযু করাই জরুরি ছিল। তায়াম্মুম করা সহীহ হয়নি। কেননা জুমা ছুটে যাওয়ার আশঙ্কায় তায়াম্মুম করা বৈধ নয়। সুতরাং আপনার ঐ দিনের জুমার নামায আদায় হয়নি। আপনাকে এখন ঐ দিনের জুমার পরিবর্তে যোহরের নামায কাযা করে নিতে হবে।

-কিতাবুল আছল ১/৯৭; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৭০; আলজাওহারাতুন নাইয়িরা ১/৩১; শরহুল মুনইয়া, পৃ. ৮৩; ফাতাওয়া তাতারখানিয়া ১/৩৮৫; আদ্দুররুল মুখতার ১/২৪৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন