জুমাদাল উলা ১৪৪৩ || ডিসেম্বর ২০২১

ফাহীম - নেত্রকোণা

৫৫৮০. প্রশ্ন

গত জুমায় আমি পাগড়ি পরে নামায পড়ি। সিজদার সময় শুধু পাগড়ির প্যাঁচের উপর সিজদা করি। যমীনে আমার কপাল লাগেনি। মুহতারামের কাছে জানতে চাই, আমার উক্ত নামাযের হুকুম কী?

উত্তর

পাগড়ির  প্যাঁচ যদি কপালের উপর থাকে আর সিজদা করার সময় লেগে থাকে তাহলে আপনার নামায সহীহ হয়ে গেছে। তবে বিনা ওযরে যমীনে কপাল না লাগিয়ে পাগড়ির প্যাঁচের উপর সিজদা করা মাকরূহ।

উল্লেখ্য, পাগড়ির প্যাঁচ যদি কপাল থেকে উপরে মাথার অংশে থাকে আর সিজদার সময় যমীনে কপাল একদমই না লাগে তাহলে সিজদাই সহীহ হবে না। তাই এমনটি হলে নামায সহীহ হবে না।

-আলমুহীতুল বুরহানী ২/৮৩, ১৪১; হালবাতুল মুজাল্লী ২/৭৩; আলইখতিয়ার ১/১৭৮; তাবয়ীনুল হাকায়েক ১/৩০৪; ফাতহুল কাদীর ১/২৬৫; আলবাহরুর রায়েক ১/৩১৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন