জুমাদাল উলা ১৪৪৩ || ডিসেম্বর ২০২১

রবীউল ইসলাম - যাত্রাবাড়ি, ঢাকা

৫৫৭৯. প্রশ্ন

আমি একটি মসজিদের মুআযযিন। কয়েকদিন আগে ফজরের নামাযের জন্য আযান দিতে উঠে দেখি, আমার ওপর গোসল ফরয হয়ে আছে। কিন্তু তখন মসজিদের ট্যাংকিতে পানি ছিল না। ওদিকে আযানের সময় হয়ে যাচ্ছিল। আমি তখন নাপাক অবস্থাতেই আযান দিই। পরে ট্যাংকিতে পানি আসলে পবিত্র হয়ে তারপর নামায আদায় করি।

মুফতী সাহেবের নিকট জানতে চাচ্ছি, নাপাক অবস্থায় আযান দেওয়া আমার জন্য কি জায়েয হয়েছে? ওই আযানের মাধ্যমে পড়া নামায কি সহীহ হয়েছে?

উত্তর

গোসল ফরয অবস্থায় আযান দেওয়া মাকরূহ। এ অবস্থায় আযান দিলে সেই আযান হয়ে গেলেও পুনরায় দেওয়া মুস্তাহাব। তাই আপনার উচিত ছিল, তখন নিজে আযান না দিয়ে অন্য কাউকে দিয়ে আযান দেওয়ার ব্যবস্থা করা। অথবা একটু বিলম্ব করে পবিত্র হয়ে আযান দেওয়া। তবে ওই দিনের আযান আদায় হয়ে গিয়েছে।

-আলজামেউস সাগীর, ইমাম মুহাম্মাদ, পৃ. ৮৪; বাদায়েউস সানায়ে ১/৩৭৪; আলমুহীতুল বুরহানী ২/৯৩; খুলাসাতুল ফাতাওয়া ১/৪৯; তাবয়ীনুল হাকায়েক ১/২৪৯; শরহুল মুনইয়া, পৃ. ৩৭৫; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন