জুমাদাল উলা ১৪৪৩ || ডিসেম্বর ২০২১

আব্দুল্লাহ - সিলেট

৫৫৭৬. প্রশ্ন

আমার বড় ভাইয়ের ডান পায়ের অনেক অংশ কেটে যায়। ফলে ডাক্তার পুরো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে। এবং তিনি শীতের কারণে বাম পায়ে মোজা পরেছেন। এখন কি তিনি সেই মোজার উপর মাসাহ করতে পারবেন?

 

উত্তর

না, শুধু এক পায়ের মোজার উপর মাসাহ করা সহীহ নয়। কেননা মোজার ওপর মাসাহ সহীহ হওয়ার জন্য উভয় পায়ে মোজা পরিধান করা শর্ত। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে অযু করার সময় অপর পা তাকে ধুতে হবে। এক্ষেত্রে অপর পায়ের মোজার উপর মাসাহ করা যাবে না। অতএব আপনার ভাই অযু করার সময় বাম পায়ের মোজা খুলে পা ধুয়ে নেবেন।

-শরহুয যিয়াদাত, কাযীখান ১/১৫৪; ফাতহুল কাদীর ১/১৪১; খুলাসাতুল ফাতাওয়া ১/৩০; আলহাবিল কুদসী ১/১২৪; তাবয়ীনুল হাকায়েক ১/১৫৩; আলবাহরুর রায়েক ১/১৮৭; রদ্দুল মুহতার ১/২৮০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন