রবিউল আখির ১৪৪৩ || নভেম্বর ২০২১

যায়েদ - রাজশাহী

৫৫৭২. প্রশ্ন

এক বছর আগে আমি কুরআনের কসম খেয়ে বলেছিলাম, আগামী বছরেই আমি আমার ফরয হজ্বটি আদায় করব। কিন্তু বিভিন্ন কারণে গত বছরও হজ্বটি আদায় করা হয়নি। এখন জানার বিষয় হল, আমার ঐ কথার কারণে কি কসম হয়েছে? এখন আমার করণীয় কী?

উত্তর

হাঁ, প্রশ্নোক্ত কথার দ্বারা কসম সংঘটিত হয়েছে এবং সে অনুযায়ী ঐ বছর হজ্ব না করায় কসম ভঙ্গ হয়ে গেছে। এখন আপনাকে কসম ভঙ্গের কাফফারা আদায় করতে হবে। কসম ভঙ্গের কাফফারা হল, দশজন মিসকীনকে দুই বেলা তৃপ্তিসহকারে খাবার খাওয়ানো অথবা তাদেরকে এক জোড়া করে পরিধেয় বস্ত্র দান করা। এ দুটির কোনোটির সামর্থ্য না থাকলে লাগাতার তিনটি রোযা রাখতে হবে।

-ফাতহুল কাদীর ৪/৩৫৬; জামেউল মুযমারাত ৪/৭১৪; ফাতাওয়া হিন্দিয়া ২/৫৩; আদ্দুররুল মুখতার ৩/৭১২; ইমদাদুল আহকাম ৩/৩৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন