রবিউল আখির ১৪৪৩ || নভেম্বর ২০২১

ফারযানা - শ্যামবাগ, ঢাকা

৫৫৭০. প্রশ্ন

গত বছর লকডাউনের সময় আমার বিবাহ হয়। বিবাহের সময় মোহর ধার্য করা হয়েছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা। এর মধ্যে আমার স্বামী নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করেছিল। কিছুদিন আগে আমরা জানতে পারি যে, আমার স্বামী বেশ কিছু অবৈধ কাজের সাথে জড়িত। তাই পরামর্শক্রমে আমি আমার স্বামীর কাছে সত্তর হাজার টাকার বিনিময়ে খোলার আবেদন করি। সে এতে সম্মত হয়ে উক্ত টাকার বিনিময়ে খোলা করে। তখন নগদ আমি তাকে সত্তর হাজার টাকা দিয়ে দিয়েছি। কিন্তু এখন সে আমাকে মোহর বাবদ যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল সেটারও দাবি করছে এবং বলছে এটা তার পাওনা। অথচ সে আমাকে মোহরের যে এক লক্ষ টাকা দেয়নি আমি সেটারও দাবি ছেড়ে দিয়েছি। এক্ষেত্রে এখন আমার করণীয় কী? জানালে খুব উপকৃত হতাম।

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে যে সত্তর হাজার টাকার কথা উল্লেখ করা হয়েছে সেটাই আপনার স্বামীর প্রাপ্য। আর আপনার স্বামী আপনাকে মোহর বাবদ যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পূর্বেই আদায় করে দিয়েছে সেটার মালিক আপনিই। খোলার পূর্বে শর্ত না করায় খোলা হয়ে যাওয়ার পর এখন স্বামীর জন্য ঐ টাকা ফেরত চাওয়া জায়েয নয়। অবশ্য মোহরের যে এক লক্ষ টাকা অনাদায়ী ছিল তা খোলার কারণে বাতিল হয়ে গিয়েছে। প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি নিজেই যার দাবি ছেড়ে দিয়েছেন।

-কিতাবুল আছল ৪/৫৬৪; বাদায়েউস সানায়ে ৩/২৩৭; আলমুহীতুল বুরহানী ৫/৬৮; খুলাসাতুল ফাতাওয়া ২/১০১; ফাতাওয়া বায্যাযিয়া ৪/২০৩; ফাতহুল কাদীর ৪/৭৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন