রবিউল আখির ১৪৪৩ || নভেম্বর ২০২১

ইলিয়াছ - মোমেনশাহী

৫৫৫১. প্রশ্ন

একদিন আমি নামায শেষে ভুলে প্রথমে বামে দিকে সালাম ফেরাই। স্মরণ হতেই ডান দিকে সালাম ফিরিয়ে আবার বামে সালাম ফিরাই। মুহতারামের কাছে জানতে চাই যে, এভাবে সালাম ফেরানোর কারণে কি আমার নামাযে কোনো ক্ষতি হয়েছে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার প্রথমে বাম দিকে সালাম ফেরানোটা সুন্নত পরিপন্থী হয়েছে। তবে একারণে নামায নষ্ট হয়নি। আর প্রথমেই যেহেতু বামে সালাম ফিরিয়েছেন তাই ডান দিকে সালাম ফেরানোর পরে দ্বিতীয়বার আবার বাম দিকে সালাম ফেরানোর প্রয়োজন ছিল না।

-বাদায়েউস সানায়ে ১/২১৪, ৫০২; আলমুহীতুল বুরহানী ২/৮৬; আততাজনীস ওয়াল মাযীদ ১/৪৫৩; ফাতহুল কাদীর ১/২৭৮; রদ্দুল মুহতার ১/৫২৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন