মুহাররম ১৪৪৩ || আগস্ট ২০২১

আশরাফুল ইসলাম - টাঙ্গাইল

৫৪৬৪. প্রশ্ন

আমি একজনের পক্ষ থেকে বদলি হজ্ব করি। হজ্বের খরচ বাবদ আমাকে যা টাকা দেওয়া হয়েছিল, তা থেকে অবশিষ্ট কিছু রয়ে গেছে। জানার বিষয় হল, উক্ত টাকা নেওয়া আমার জন্য কি বৈধ হবে?

উলেখ্য, টাকা প্রদানকারী হজ্বে যাওয়ার আগে ও পরে খরচের অতিরিক্ত টাকার ব্যাপারে কিছুই বলেনি। আবশিষ্ট কিছু আছে কি না সে ব্যাপারেও কোনো জিজ্ঞাসাবাদ করেনি।

উত্তর

বদলী হজ্বের জন্য প্রদত্ত টাকা থেকে যা উদ্বৃত্ত থাকবে, তা মালিকের কাছে ফেরত দেওয়া আবশ্যক। মালিকের সম্মতি ছাড়া বদলী হজ্বকারী তা নিজে গ্রহণ করতে পারবে না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে উদ্বৃত্ত সমুদয় টাকা ফেরত দেওয়া আপনার জন্য জরুরি।

عَنِ الْحَسَنِ فِي الرّجُلِ يَحُجُّ عَنِ الرّجُلِ فَيَفْضُلُ مَعَهُ، قَالَ : يُعْلِمُهُمْ، فَإِنْ سَلّمُوهُ وَإِلاَّ رَدَّهُ.

হযরত হাসান বসরী রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো ব্যক্তি আরেক জনের পক্ষ থেকে হজ্ব করার পর কিছু উদ্বৃত্ত রয়ে গেলে প্রেরণকারীদের তা জানাবে। যদি তারা তাকে তা দিয়ে দেয় (তাহলে নিতে পারবে)। অন্যথায় ফেরত দিয়ে দেবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ১৪৯৭১)

অবশ্য হজ্বে প্রেরণকারী যদি টাকা দেওয়ার সময় হজ্বকারীকে সুস্পষ্টভাবে এর মালিক বানিয়ে দেয় তাহলে অবশিষ্ট টাকা ফেরত দিতে হবে না বা এর কোনো হিসাব দেওয়া লাগবে না।

-শরহু মুখতাসারিত তাহাবী ২/৪৯৫; ফাতাওয়া খানিয়া ১/৩০৭; ফাতহুল কাদীর ৩/৭০; তাবয়ীনুল হাকায়েক ২/৪২৯; আলবাহরুর রায়েক ৩/৬৪; আদ্দুররুল মুখতার ২/৬১২; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ৪৫৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন