মুহাররম ১৪৪৩ || আগস্ট ২০২১

তাওহীদ - ভোলা

৫৪৫৪. প্রশ্ন

আমাদের গ্রামের ঈদগাহে ঈদের নামায পড়ছিলাম। এমন সময় একটি কবুতর এসে আমার জামায় বিষ্ঠা ছাড়ে। উক্ত কবুতরের বিষ্ঠাসহই আমি নামায শেষ করি।

আমার জানার বিষয় হল, শরীরে কবুতরের বিষ্ঠাসহ ঈদের নামায সহীহ হয়েছে কি?

উত্তর

হাঁ, আপনার ঈদের নামায সহীহ হয়েছে। কেননা কবুতর ও এধরনের হালাল পাখির বিষ্ঠা নাপাক নয়। তাই উক্ত অবস্থায় ঈদের নামায সম্পন্ন করা সহীহ হয়েছে।

প্রকাশ থাকে যে, কবুতরের বিষ্ঠা নাপাক না হলেও এধরনের ময়লা নামাযের আগে লাগলে এবং তা ধোয়া সম্ভব হলে ধুয়ে নেওয়াই উচিত।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১২৬১, ১২৬৪; বাদায়েউস সানায়ে ১/১৯৭; আলমুহীতুল বুরহানী ১/৩৬৪; শরহুল মুনইয়া, পৃ. ১৪৯; আলবাহরুর রায়েক ১/২৩০; আদ্দুররুল মুখতার ১/৩২০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন