যিলহজ্ব ১৪৪২ || জুলাই ২০২১

ইবরাহীম - ধানমণ্ডি, ঢাকা

৫৪৪৯. প্রশ্ন

এক ব্যক্তি প্যাকেট তরল দুধ কেনার পর তা খাওয়ার জন্য চুলায় গরম করতে দিলে দেখা যায় দুধটি ফেটে যায় বা ছানার মত হয়ে যায়, ফলে সে তৎক্ষণাৎ চুলা থেকে পাতিলটি নামিয়ে ফেলে। এখন সে দোকানদার থেকে নতুন দুধ (আর দুধ না থাকলে টাকা ফেরত) নিতে চায়। হুজুরের কাছে জানতে চাচ্ছি যে, উক্ত দুধ ফেটে যাওয়া বা ছানার মত করে ফেলার পরও কি তার ফেরত দেওয়ার অবকাশ আছে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে দোকান থেকে দুধ নিয়ে আসার পর ক্রেতার পক্ষ থেকে কোনো প্রকার ত্রুটি ছাড়া যদি দুধ জাল দেওয়ার পর তা নষ্ট হয়ে থাকলে দোকানী থেকে দুধের আরেকটি প্যাকেট নিতে পারবে। আর দুধ না দিতে পারলে টাকা ফেরত দিতে হবে। কিন্তু যদি দুধ ক্রেতা গরম করতে বিলম্ব করে থাকে কিংবা ক্রেতার পক্ষ থেকে  অন্য কোনো ত্রুটির কারণে তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ক্ষতিপূরণ নেওয়া যাবে না।

Ñফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১০৩; তাবয়ীনুল হাকায়েক ৪/৩৪৭; আলবাহরুর রায়েক ৬/৫৫; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৩/৫৪; শরহুল মাজাল্লাহ, আতাসী ২/৩৩৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন