যিলক্বদ ১৪৩০ || নভেম্বর ২০০৯

মুহাম্মাদ আবু জর - ঢাকা

১৭৮১. প্রশ্ন

কবরের নিকট কুরআন মজীদ তেলাওয়াত করা জায়েয আছে কি? তিলাওয়াত শেষে মৃতের জন্য হাত তুলে দুআ করা জায়েয হবে কি না? দুআর সময় কোন দিকে ফিরে দুআ করা উত্তম?

উত্তর

কবরের নিকট কুরআন মজীদ তেলাওয়াত করা জায়েয। সাহাবা-তাবেয়ীন থেকে করব যিয়ারতের সময় বিভিন্ন সূরা পড়া প্রমাণিত আছে। তিলাওয়াত শেষে কিবলামুখী হয়ে কবরকে পিছনে রেখে দু’হাত তুলে মৃতের জন্য দুআ করাও জায়েয।-(কবরের নিকট কুরআন তিলাওয়াত)

সুনানে আবু দাউদ ২/৮৯; ইলাউস সুনান ৮/৩২৯; ইতহাফু সাদাতিল মুত্তাকীন ১০/৩৭৩; আলবাহরুর রায়েক ২/১৯৫; মাজমাউল আনহুর ১/২৮৬; আদ্দুররুল মুখতার ২/২৪২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৬ (দুআয় হাত তোলা) : সহীহ মুসলিম ১/৩১৩; ফাতহুল বারী ১১/১৪৮ (দুআয় কিবলামুখী হওয়া) : সহীহ বুখারী ২/৯৩৯; ফাতহুল বারী ১১/১৪৮; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন