সফর ১৪২৯ || ফেব্রুয়ারি ২০০৮

মুহাম্মদ নোমান আহমদ - বরিশাল

১১৯৮. প্রশ্ন

আমি আমার চাচাকে দাফন করতে কবরে নামি। অজান্তে কবরে আমার জরুরি পাসপোর্ট পড়ে থাকে। ফলে বাধ্য হয়ে দাফনের পর কবর খনন করে তা তুলে আনি। এলাকার কতিপয় লোক বলছে, তোমার এ কাজটি কোন মতেই শরীয়ত সম্মত হয়নি। এতে তোমার গোনাহ হয়েছে। আমার প্রশ্ন হলো, আমার এই কাজটি ঠিক হয়েছে কিনা? দলীলসহ জানানোর সবিনয় আবেদন করছি।

উত্তর

প্রশ্নের বর্ণনা মতে যেহেতু জরুরি পাসপোর্টের জন্যই কবরটি খনন করা হয়েছে তাই তা নাজায়েয বা গোনাহের কাজ হয়নি। বরং এ ধরনের পরিস্থিতিতে কবর খনন করার অবকাশ রয়েছে। অবশ্য দাফন সম্পন্ন হওয়ার পর শরীয়ত অনুমোদিত বিশেষ ওযর ছাড়া কবর খনন করা নাজায়েয। হাদীস শরীফে এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে।

-আলইসতিযকার ৮/৩৪২, মাবসূতে সারাখসি ১/৪৪১, ফাতহুল কাদীর ২/১০১, আলবাহরুর রায়েক ২/১৯৫, রদ্দুল মুহতার ২/২৩৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন