রবিউল আউয়াল ১৪২৯ || মার্চ ২০০৮

মুহা. আব্দুল্লাহ - ইফতা ১ম বর্ষ <br> দারুল ফিকরি ওয়াল ইরশাদ, ঢাকা-১২০৪

১২১৯. প্রশ্ন

হুজুর, বর্তমানে মোবাইলে কল ব্যবসায়ীরা অফিস থেকে তাদের মোবাইলে যে ফ্লেক্সি লোড আনে, আমার জানামতে তার নিয়ম হল এই যে, ব্যবসায়ী বা তাদের একটি নম্বর অফিসে জমা দিল এবং বলল যে, ওই নম্বরে আমাকে দশ হাজার টাকা পাঠিয়ে দেবেন। তখন অফিস ওয়ালারা ওই নম্বরে দশ হাজার টাকা পাঠিয়ে দেয়, পরে তারা ভাউচার করার সময় ব্যবসায়ীদের শতকরা ৮৩ পয়সা কমিশন দেয়। সেই হিসাবে ব্যবসায়ীরা অফিসের টাকা পরিশোধ করার সময় ৯৮৮০ টাকা অর্থাৎ অফিসের পাওনা টাকা থেকে ১২০ টাকা কম দেয়। এখন আমার প্রশ্ন হল, এখানে তো উভয় দিকে টাকাই বুঝা যাচ্ছে, আর ফেকহের মাসআলা হল, এক জিন্সের মধ্যে ব্যবসা করলে সমানভাবে করতে হবে। বেশকম করলে সুদ হয়ে যাবে। তাহলে উপরোল্লিখিত বিষয়টা শরীয়ত-সিদ্ধ কি না? বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর

ফ্লেক্সি লোডের মাধ্যমে নির্ধারিত মূল্যের টেলি যোগাযোগ সুবিধা ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে। কোম্পানির পক্ষ থেকে যেসব ডিলার এই ফ্লেক্সি বিক্রি করে থাকে তাদেরকে নির্ধারিত হারে কমিশন দেওয়া হয়। এ কমিশন টাকার বিনিময়ে নয়। বরং মোবাইল কোম্পানির পক্ষ থেকে মূল্যসংযোজিত সেবা বিক্রয়ের পারিশ্রমিক। এতে সুদের কিছু নেই। আর কোম্পানি প্রদত্ত কমিশনের হিসাবে সম্ভবত প্রশ্নে ভুল রয়েছে, সে যাই হোক এ কাজটি শরীয়ত পরিপন্থী নয়।

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন