জুমাদাল উলা ১৪২৯ || মে ২০০৮

শামশীর ইসলাম - ফেনী

১২৭৮. প্রশ্ন

জনাব করিম সাহেব তার পাঁচ কাঠা পরিমাণ জমি ২১ লক্ষ টাকায় বিক্রি করতে চায়। তাই দালালের সাথে এই মর্মে চুক্তি করে যে, সে যদি তার জমি ২১ লক্ষ টাকায় বিক্রি করে দিতে পারে তাহলে দালালকে এক লক্ষ টাকা দেওয়া হবে। আর বাকি বিশ লক্ষ টাকা জমির মালিক নিজে রাখবে। প্রশ্ন হল, দালালের জন্য এই টাকা গ্রহণ করা বৈধ হবে কি?

উত্তর

হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে তার জন্য ঐ টাকা গ্রহণ করা জায়েয।

-সহীহ বুখারী ১/৩০৩; উমদাতুল কারী ১২/৯৩; রদ্দুল মুহতার ৬/৬৩; শরহুল মুহাযযাব ১৫/৩৪২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন