জুমাদাল উলা ১৪২৯ || মে ২০০৮

হাসান তারেক - চট্টগ্রাম

১২৭৫. প্রশ্ন

বিতর নামাযে ভুলে দোয়ায়ে কুনুত ছেড়ে দেওয়ার কারণে আমার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হয়েছে। কিন্তু আমি ভুলে সিজদায় সাহু আদায় করিনি। এখন আমার নামায কি হয়ে যাবে? নাকি পুনরায় পড়তে হবে?

উত্তর

সিজদা সাহু ওয়াজিব হওয়ার পর ভুলে বা ইচ্ছাকৃত সিজদা সাহু না করে থাকলে ঐ নামায পুনরায় পড়ে নেয়া আবশ্যক। তাই প্রশ্নোক্ত বিতর নামাযটিও পুনরায় আদায় করে নিতে হবে।

-হিদায়া ১/১৪৩; ফাতহুল কাদীর ১/৩০৮; মারাকিল ফালাহ ১৩৮; আদ্দুররুল মুখতার ২/৬৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন