জুমাদাল আখিরাহ ১৪২৯ || জুন ২০০৮

মায়মূন - রংপুর

১৩০৩. প্রশ্ন

আমাদের দেশে পুকুর মালিকগণ জেলেদেরকে এই শর্তে মাছ ধরার অনুমতি দেয় যে, মাছ ধরে সেগুলো বিক্রি করবে। এরপর বিক্রিত মাছের ১০% মূল্য সে পাবে। আর বাকি ৯০% মূল্য পুকুর মালিক পাবে। প্রশ্ন হল, এ ধরনের চুক্তি বৈধ কি না?

উত্তর

প্রশ্নোক্ত চুক্তিটি বৈধ নয়। কারণ, এ ধরনের কারবারে পারিশ্রমিক ও এর পরিমাণ একেবারে সুনির্দিষ্ট হওয়া জরুরি। বিক্রিত মূল্যের অংশ উল্লেখ করা যথেষ্ট নয়। কারণ হতে পারে তেমন কোনো মাছই পাওয়া যাবে না, বা পাওয়া গেলেও পরিমাণ অনিশ্চিত। তাই সহীহ পদ্ধতিতে কারবার করতে চাইলে জেলেদের পারিশ্রমিক নির্দিষ্ট করে দিতে হবে। মাছ যাই পাওয়া যাক সেটার সাথে তাদের পাওনা ঝুলন্ত থাকবে না। তারা শর্ত মতো কাজ করে দিলে তাদের পারিশ্রমিক ঠিকই পেয়ে যাবে।

-আল বাহরুর রায়েক ৮/৩; মাজমাউল আনহুর ৩/৫১২; ফাতহুল কাদীর ৮/৬; আদ্দুররুল মুখতার ৬/৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন