জুমাদাল আখিরাহ ১৪২৯ || জুন ২০০৮

মাসউদুর রহমান - চাঁদপুর

১২৯৫.. প্রশ্ন

আমরা বিশজন সদস্য মিলে একটি সমবায় সমিতি করেছি। এতে প্রত্যেক সদস্যকে এককালীন ২০০০/- টাকা করে জমা দিতে  হয়েছে। ফলে মূলধন দাড়িয়েছে ৪০,০০০/- টাকা। বিগত চার বছর ব্যবসায় খাটিয়ে লাভ হয়েছে ১০,০০০/- টাকা। কিন্তু আমরা এ টাকার যাকাত পরিশোধ করিনি। এখন আমাদের জানার বিষয় হল, আমাদেরকে কি উক্ত টাকার যাকাত আদায় করতে হবে?

উত্তর

সমিতির ঐ টাকাগুলোর উপর যৌথভাবে যাকাত ফরয নয়। যাকাত সব সময় প্রত্যেকের নিজ নিজ মালিকানাধীন সম্পদের উপর ফরয হয়। কিন্তু প্রশ্নোক্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে সমিতির সমগ্র মূলধন ও লাভ যদি সদস্যদের মাঝে বন্টন করে দেওয়া হয় তবে তাদের প্রত্যেকের ভাগে ২,৫০০/- করে আসে। এ পরিমাণ টাকা যেহেতু নেসাব সমপরিমাণ নয় তাই এর উপর যাকাত ফরয হবে না। তাই এ টাকাসহ অন্যান্য যাকাতযোগ্য সম্পদ মিলে যে সদস্যের নিকট নেসাব সমপরিমাণ সম্পদ থাকবে তার উপর যাকাত ফরয হবে।

-বাদায়েউস সানায়ে ২/১০১; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৯৭; মাজমাউল আনহুর ১/৩০০; আদ্দুররুল মুখতার ২/৩০৪

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন