জুমাদাল আখিরাহ ১৪২৯ || জুন ২০০৮

লিয়াকত আলী মাষ্টার -

১২৯১. প্রশ্ন

আমার বাড়ি নোয়াখালী। আমাদের থানা থেকে ঢাকায় আসার জন্য অনেক কোম্পানির গাড়ি আছে। একটি কোম্পানির গাড়ির কাউন্টার নিয়ে আমাদের স্টেশনে বসতে চাচ্ছি। তাদের নিয়ম হল, আমার এ কাউন্টারের জন্য নির্ধারিত দুটি সিট বরাদ্ধ থাকবে। আমি প্রত্যেক গাড়িতে ঐ দুই সিটের যাত্রী দিব। প্রত্যেক সিটে কোম্পানির নির্ধারিত ভাড়ার ২০/- টাকা আমাকে দেওয়া হবে। এ ছাড়া যদি অতিরিক্ত কোনো সিট খালি থাকে তবে আমি তাতেও যাত্রী দিতে পারব এবং সে ক্ষেত্রেও প্রতি সিটে আমাকে বিশ টাকা করে দেওয়া হবে। অর্থাৎ প্রতি সিটের মূল্য ১৬০/- টাকা হলে ২০/- টাকা আমি পাব। আর ১৪০/- টাকা কোম্পানি পাবে। আর যদি ঐ দুই সিটে যাত্রী দিতে না পারি তবে কোম্পানির কাছে কোনো জবাবদিহি করতে হবে না। জানতে চাই এ পদ্ধতিতে চুক্তি করা শরীয়তসম্মত কি না? অর্জিত টাকা হালাল হবে কি না?

উত্তর

হ্যাঁ, ঐভাবে চুক্তি করা জায়েয এবং এ থেকে অর্জিত টাকা হালাল।

-সহীহ বুখারী ১/৩০৩; উমদাতুল  কারী ১২/৯৩; ফাতাওয়া খানিয়া ২/৩২৬; রদ্দুল মুহতার ৬/৬৩

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন