জুমাদাল আখিরাহ ১৪২৯ || জুন ২০০৮

হামীম - বাসাবো

১২৮৮. প্রশ্ন

 

বর্তমানে মশা মারার আধুনিক যন্ত্র ইলেক্ট্রিক ব্যাট বের হয়েছে। সুইচ চালু করার পর তাতে কোনো মশা পড়লে তা পুড়ে যায়। আমরা আলেমদের মুখে শুনেছি, কোনো প্রাণীকে পোড়ানো ঠিক নয়। আমার এলাকায় মশার উপদ্রব বেশি। আমি জানতে চাই উক্ত যন্ত্র দ্বারা মশা মারা জায়েয হবে কি না?

উত্তর

অনিষ্টকারী প্রাণীকেও আগুনে পুড়িয়ে মারা জায়েয নেই। প্রশ্নোক্ত ব্যাট দ্বারা  যেহেতু মশা পুড়ে যায় তাই মশা মারার জন্য তা ব্যবহার করা জায়েয হবে না।

-সহীহ বুখারী ২/১০২৩; শরহু মুসলিম (নববী) ২/২৩৬; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৬১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন