রজব ১৪২৯ || জুলাই ২০০৮

মুহাম্মদ ফজলুল করীম - ঢাকা

১৩২৯. প্রশ্ন

নামাযে সন্দেহ হয়েছে যে, অযু ভেঙ্গে গিয়েছে। তারপরও সন্দেহ নিয়ে নামায পড়ে ফেলে। নামাযের পর নিশ্চিত হল যে, আসলেই অযু ভেঙ্গে গিয়েছিল। তাহলে কি নামায পুনরায় পড়তে হবে?

উত্তর

হাঁ, এক্ষেত্রে ঐ নামায পুনরায় পড়ে নিতে হবে।

-ফাতাওয়া হিন্দিয়া ১/১৩১, ফাতাওয়া খানিয়া ১/১০১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন