রজব ১৪২৯ || জুলাই ২০০৮

ওয়াসিম আহমদ - চাঁদপুর

১৩২২. প্রশ্ন

ইন্টার্নি অবস্থায় বাইরে ক্লিনিকে কাজ করতে পারব কি না? (যখন ক্লিনিকে কাজ করব তখন হাসপাতালে আমার যে ডিউটি সেটা অন্য একজন ইন্টার্নিকে দিয়ে আসলাম) সরকার Registratin Number শুধুমাত্র হাসপাতালে কাজ করার জন্য দেয়।

উত্তর

ইন্টার্নি অবস্থায় সরকার কর্তৃক অন্যত্র কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। ইন্টার্নি মঞ্জুরী দেয়ার সময়ই পূর্ণ ছয় মাস অন্যত্র চাকুরী না করার অঙ্গীকার নেওয়া হয়। সরকার এ বাবদ তাকে ভাতাও প্রদান করে থাকে। তাই ইন্টার্নি অবস্থায় নিজের দায়িত্ব অন্যকে দিয়ে করিয়ে নিলেও তার জন্য অন্যত্র চাকুরী করা জায়েয হবে না। কারণ, একে তো নিজের দায়িত্ব অন্যকে দিয়ে করিয়ে নেওয়াও বৈধ নয়। দ্বিতীয়ত এক্ষেত্রে ইন্টার্নিকারী থেকে কাজ নেওয়ার চেয়ে সরকারের মুখ্য উদ্দেশ্য থাকে তাকে কাজ শেখানো, প্রশিক্ষণ দেওয়া। অন্যত্র চাকুরী করলে এটা ব্যাহত হবে। এছাড়া এটি সরকারের সাথে কৃত চুক্তিরও লঙ্ঘন। তাই ইন্টার্নি অবস্থায় অন্যত্র চাকুরি করা জায়েয হবে না।

-আলবাহরুর রায়েক ৮/২৯, রদ্দুল মুহতার ৬/৭০

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন