রজব ১৪২৯ || জুলাই ২০০৮

খালেদ সাইফুল্লাহ - মানিকগঞ্জ

১৩১৭. প্রশ্ন

 

জনাব আবদুল করিম ২লক্ষ টাকা মহরে বিয়ে করে। বিয়ের সময় স্ত্রীকে কোনো মহর দেয়নি। পুরোটাই বাকি ছিল। আবদুল করিম তার স্ত্রীকে একখন্ড জমি রেজি. করে দেয় প্রায় এক বছর আগে। এখন স্ত্রী তার মহর দাবি করছে। কিন্তু স্বামী শপথ করে বলছে, ঐ জমি আমি মহর হিসেবেই দিয়েছি। কিন্তু স্ত্রী তা মানতে রাজি নয়। সে বলে, সেটা এমনিই দিয়েছে, মহর হিসাবে নয়। এখন কার কথা ধর্তব্য হবে? তাকে কি আবার মহর দিতে হবে? এক্ষেত্রে স্বামী যদি মহর হিসাবে আর কিছু না দেয় তবে কি সে গুনাহগার হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামীর বক্তব্যই গৃহিত হবে। স্বর্ণ-রূপা, টাকা, জমি ও এ ধরনের সম্পদ মহরের নিয়তে দিলেই তা দ্বারা মহর আদায় হয়ে যায়। দেওয়ার সময় মহরের কথা উল্লেখ করা জরুরি নয়। তাই ঐ জমির মূল্য পরিমাণ মহর আদায় হয়েছে বলে ধরা হবে।

-ফাতহুল কাদীর ৩/২৫৫, আলবাহরুর রায়েক ৩/১৮৪, হেদায়া ২/৩৩৭, ফাতাওয়া তাতারখানিয়া  ৩/১২৮, ফাতাওয়া হিন্দিয়া ১/৩২২,  আদ্দুররুল মুখতার ৩/১৫১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন