রজব ১৪২৯ || জুলাই ২০০৮

নাম প্রকাশে অনিচ্ছুক - চাঁদপুর

১৩১০. প্রশ্ন

বর্তমানে অনেক এলাকায় দেখা যায় যে, অনেক ব্যক্তি ৭, ১৪, ২১ টাকা এমনকি ৩ টাকা দেনমোহর ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। অথচ হাদীসে আছে যে, দশ দিরহামের কম কোনো মোহর হয় না। সুতরাং আমার প্রশ্ন হল, দশ দিরহাম আমাদের বাংলাদেশের মুদ্রায় কত টাকা আসে। এবং উপরোক্ত বিবাহ সহীহ হবে কি না? হলে তার সুরত কী? দলীলসহ জানালে কৃতজ্ঞ হব।

উত্তর

মহরের সর্বনিম্ন পরিমাণ হল, দশ দিরহাম। দেশীয় মাপ হিসাবে দুই ভরি/তোলা ও দশ আনা রূপা। এ পরিমাণ রূপার মূল্যের চেয়ে কম মহর ধার্য করা জায়েয হবে না। সর্বনিম্ন পরিমাণের চেয়ে কম মহর ধার্য করলেও বিয়ে সহীহ হয়ে যায়। তবে এক্ষেত্রে স্বামীর উপর সর্বনিম্ন মহরই দেওয়া জরুরি হয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামীর উপর দশ দিরহামের মূল্য আদায় করা জরুরি হবে।

-ফাতাওয়া হিন্দিয়া ১/৩০৩, ফাতাওয়া তাতারখানিয়া ১/৩৭৫, আলবাহরুর রায়েক ৩/১৪৩, আদ্দুররুল মুখতার ৩/১০২

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন