শাওয়াল ১৪২৯ || অক্টোবর ২০০৮

সোহেল আবদুল্লাহ - মাদানী নগর

১৪৩৮. প্রশ্ন

আমার এক বন্ধু আমেরিকায় বসবাস করে। যখন সে ঢাকায় আসে তখন আমরা দুই বন্ধু একসাথে গুলশান-বনানীর মার্কেটগুলো থেকে শপিং করি। একবার সে আমেরিকায় থাকা অবস্থায় খবর দিল যে, আমার বিয়ে ঠিক হয়েছে তাই আমি ১৫ দিনের জন্য এসে বিয়ের কাজ সম্পন্ন করব। তুমি আমার জন্য ৫০,০০০/- টাকার মধ্যে পাঞ্জাবি, জুতা ইত্যাদি কেনাকাটা সেরে রাখবে। সে আমাকে কাপড়, জুতার কোয়ালিটি বলে দিয়েছে। এখন জানতে চাই যে, সে যে কোয়ালিটির কাপড়ের বর্ণনা দিয়েছে সে কোয়ালিটির কাপড় যদি গুলশান-বনানীর মার্কেট থেকে ক্রয় করি তাহলে ৫০,০০০/- টাকা পুরোটাই খরচ হয়ে যায়। আর যদি ঐ কোয়ালিটিরই কাপড় নিউ মার্কেট-গাউসিয়া থেকে ক্রয় করি তাহলে প্রায় ২০,০০০/- টাকা বেঁচে যায়। আমি যদি ঐ কোয়ালিটিরই কাপড় নিউ মার্কেট থেকে ক্রয় করে বাকি ২০,০০০/- টাকা রেখে দেই তাহলে কি আমার জন্য ঐ টাকাগুলো নেওয়া জায়েয হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি অন্য মার্কেট থেকে সমমানের কাপড় ক্রয় করলেও উদ্বৃত্তটা আপনার নেওয়া বৈধ হবে না। উদ্বৃত্ত টাকা বন্ধুকে ফেরত দিতে হবে।

উল্লেখ্য, এ কারবারে আপনি বন্ধুর প্রতিনিধি তথা উকিল। এ ক্ষেত্রে যার প্রতিনিধিত্ব করা হচ্ছে তিনি যেখান থেকে যে মানের বস্ত্ত ক্রয় করতে বলবেন প্রতিনিধির কর্তব্য হল, সেখান থেকেই সেই বস্ত্ত ক্রয় করা। তাই প্রশ্নোক্ত অবস্থাতেও আপনার কর্তব্য বন্ধুর নির্দেশিত স্থান থেকে শপিং করা। ​​​​​​​

-আলমাজাল্লাহ মাদ্দাহ নং ১৪৬৩,১৪৭৯; শরহুল মাজাল্লা খালিদ আতাসী ৪/৪৩২,৪৫৭; বাদায়েউস সানায়ে ৫/৩৮,৩০; শরহুল মুহাযযাব ১৪/২৯৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন