শাওয়াল ১৪২৯ || অক্টোবর ২০০৮

মাসউদুর রহমান - সাতক্ষীরা

১৪৩৪. প্রশ্ন

আবদুল আলীম মাতবর আমার প্রতিবেশী। সে নিতান্তই গরীব। আগে রিক্সা চালাত। এখন সে বার্ধক্যের কারণে রোযা রাখতে সক্ষম নয়। আমরা মাসআলা জেনেছি যে, এ অবস্থায় নাকি ফিদয়া দেওয়া জরুরি। কিন্তু যেহেতু সে গরীব নিজেই যাকাত গ্রহণের যোগ্য। এখন এর জন্যও কি তার ফিদয়া দেওয়া জরুরি? যদি ফিদয়া দেওয়ার মোটেও সামর্থ্য না থাকে তাহলে কি করণীয়?

উত্তর

যে ব্যক্তি বর্তমানে রোযা রাখতে অক্ষম, পরবর্তীতেও রোযা রাখার সামর্থ্য ফিরে পাবে বলে আশা নেই এমন ব্যক্তি রোযার পরিবর্তে ফিদয়া আদায় করবে। কিন্তু ফিদয়া দেওয়ার সামর্থ্য না থাকলে আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার করবে। পরবর্তীতে কখনও সম্ভব হলে তা আদায় করে দিতে হবে। 

-আলবাহরুর রায়েক ২/২৮৬; আননাহরুল ফায়েক ২/৩২; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৯; আদ্দুররুল মুখতার ২/৪২৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন