শাওয়াল ১৪২৯ || অক্টোবর ২০০৮

আবদুল কাদীর - সিরাজগঞ্জ

১৪৩০. প্রশ্ন

আমার বাড়ি সিলেট শহরে। সেটিই আমার স্থায়ী বাসস্থান। আমি ঢাকায় পড়াশুনা করি। এটা আমার ওয়াতনে ইকামত, অস্থায়ী অবস্থানস্থল। ঢাকার মিরপুর এলাকায় থাকি। এখন এই দুই স্থানেই আমি মুকীম। কিন্তু সফর করার সময় উভয় ক্ষেত্রেই কি শহর ত্যাগ করার পর থেকে মুসাফির গণ্য হব? নাকি ওয়াতনে ইকামতের ক্ষেত্রে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই মুসাফির হয়ে  যাব। অর্থাৎ  মিরপুর থেকে বের হলেই মুসাফির হয়ে যাব? নাকি ঢাকা শহর ত্যাগ করতে হবে?

উত্তর

আপনি ঢাকা শহর ত্যাগ করার পর থেকে মুসাফির গণ্য হবেন। ওয়াতনে ইকামতের ক্ষেত্রেও শহর ত্যাগ করার পর থেকেই মুসাফিরের হুকুম প্রযোজ্য হবে।

-খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯; আদ্দুররুল মুখতার ২/১২১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন