রবিউল আখির ১৪৪০ || জানুয়ারি ২০১৯

খালেদ হাসান - ৪৬৬৮

হবিগঞ্জ, সিলেট. প্রশ্ন

একদিন আমি আসরের নামাযে মাসবুক হই। ইমাম সাহেব সালাম ফেরানোর পর বাকি নামায আদায় করতে গিয়ে কত রাকাত পাইনি তা নিয়ে সন্দেহ হয়। পরে পাশের মাসবুক ব্যক্তি, যে আমার সাথেই নামাযে শরীক হয়েছিল- তাকে দেখে দেখে নামায আদায় করে নিয়েছি। এভাবে দেখে দেখে নামায আদায় করাতে কি কোনো সমস্যা হয়েছে?

উত্তর

আপনার উক্ত নামায সহীহ হয়েছে। ছুটে যাওয়া রাকাত সংখ্যা ভুলে গেলে পাশের মাসবুক ব্যক্তির প্রতি খেয়াল করে নিজের ছুটে যাওয়া রাকাত সংখ্যা স্মরণ করে নামায আদায় করতে কোনো অসুবিধা নেই। তবে নামাযে আরো মনোযোগী হওয়া উচিত। যাতে রাকাত সংখ্যা ভুলে যাওয়ার মত বিষয়টি বারবার না ঘটে।

-ফাতাওয়া খানিয়া ১/১০৪; আততাজনীস ওয়াল মাযীদ ২/৭২; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৯৮; খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৩; রদ্দুল মুহতার ১/৫৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন