শাবান-রমযান ১৪৪২ || মার্চ-এপ্রিল ২০২১

ইলিয়াস - যাত্রাবাড়ি

৫৩৪৭. প্রশ্ন

গত রমযানে এক রাতে আমি সেহরির পর মুখে পান রেখে ঘুমিয়ে পড়ি। আমার যখন ঘুম ভেঙ্গেছে তখন ফজরের সময় হয়ে গিয়েছিল। তো আমি ঘুম থেকে উঠে দ্রæত পানটি ফেলে দিই। জানার বিষয় হল, আমার ঐ দিনের রোযা কি সহীহ হয়েছে?

উত্তর

ঘুমন্ত অবস্থায় মুখে থাকা পানের রস লালার সঙ্গে পেটে চলে যাওয়াই স্বাভাবিক। তাই এক্ষেত্রে সতর্কতামূলক রোযা ভেঙ্গে গেছে বলে ধতর্ব্য হবে। অতএব রোযাটি কাযা করে নিতে হবে। তবে কাফফারা লাগবে না।

Ñআলমুহীতুল বুরহানী ৩/৪৯৩; আলহাবিল কুদসী ১/৩১৫; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৩৮৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২০২; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৬৮৯; রদ্দুল মুহতার ২/৪০১

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন