শাবান-রমযান ১৪৪২ || মার্চ-এপ্রিল ২০২১

মুসান্না - আজিমপুর

৫৩৩৯. প্রশ্ন

নামাযে মাসবুক হলে কখনো এমন হয় যে, বাকি নামায পূর্ণ করার সময় ইমামের সাথে কত রাকাত পেলাম তা স্মরণ থাকে না, তখন পাশের ব্যক্তি, যে আমার সাথেই নামাযে শরীক হয়েছে তার দেখাদেখি বাকি নামায পূর্ণ করি। জানার বিষয় হল, এভাবে অন্যের দেখাদেখি নামায পূর্ণ করলে তা সহীহ হবে কি? অন্যথায় এক্ষেত্রে করণীয় কী?

উত্তর

পাশের মাসবুক ব্যক্তির নামাযের প্রতি খেয়াল করে নিজের ছুটে যাওয়া রাকাতের সংখ্যা স্মরণ করা এবং সে অনুযায়ী নামায আদায় করা জায়েয। তাই আপনার আদায়কৃত ঐ নামায সহীহ হয়েছে।

প্রকাশ থাকে যে, নামাযে আরো মনোযোগী হওয়া উচিত। যেন এ ধরনের সমস্যা বারবার না হয়।

 Ñফাতাওয়া খানিয়া ১/১০৪; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৯৫; খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৩; শরহুল মুনইয়া, পৃ. ৪৬৭; আলবাহরুর রায়েক ১/৩৭৮; রদ্দুল মুহতার ১/৫৯৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন