শাবান-রমযান ১৪৪২ || মার্চ-এপ্রিল ২০২১

মাহদী - নর্দ্দা

৫৩৩৫. প্রশ্ন

নামাযে হাঁচি দেয়ার পর ভুলে আলহামদু লিল্লাহবলে ফেললে নামায ফাসেদ হয়ে যাবে কি?

উত্তর

না, নামাযে হাঁচি দেওয়ার পর আলহামদু লিল্লাহবলে ফেললে নামায ফাসেদ হবে না। তবে নামাযে হাঁচি আসলে আলহামদু লিল্লাহনা বলাই নিয়ম।

Ñআততাজনীস ওয়াল মাযীদ ১/৪৯৮; ফাতাওয়া খানিয়া ১/১৩৬; খুলাসাতুল ফাতাওয়া ১/১২০; যাদুল ফাকীর, পৃ. ১৩৬; আলবাহরুর রায়েক ২/৫; শরহুল মুনইয়া, পৃ. ৪৩৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন