রবিউল আখির ১৪৪২ || ডিসেম্বর ২০২০

হুসাইন আহমাদ - তারাকান্দা

৫২৭১. প্রশ্ন

কিছুদিন আগে আমি আমার বড় খালামণির বাসায় গিয়েছিলাম। বাসায় যাওয়ার পর খালাতো ভাই বড় একটি চামড়া এনে তাতে বসতে বলল। আমি বললাম, এটা কিসের চামড়া? কোত্থেকে কিনেছ? সে বলল, এটা আমাদের গত কুরবানীর গরুর চামড়া। আমি বললাম, কুরবানীর চামড়া তো গরীবদের দিয়ে দিতে হয়। এটা তাদেরই হক। সে বলল, নিজরাও ব্যবহার করা যায়। হুজুরের কাছে কুরবানীর চামড়ার বিষয়টি বিস্তারিত জানতে চাচ্ছি।

উত্তর

কুরবানীর চামড়া কুরবানীদাতার জন্য ব্যবহার করা জায়েয। কারণ, কুরবানীর চামড়ার হুকুম গোশতের মতই। গোশতের মত এটিও কুরবানীদাতা নিজে ব্যবহার করতে পারবে। আবার চাইলে কাউকে তা হাদিয়াও দিতে পারবে। তবে যদি কেউ নিজ কুরাবনীর চামড়া বিক্রি করে দেয়, তাহলে বিক্রিলব্ধ মূল্য পুরোটা গরীব-মিসকীনদেরকে সদকা করে দিতে হবে।

-কিতাবুল আছল ৫/৪০৮; আলমুহীতুল বুরহানী ৮/৪৭০; বাদায়েউস সানায়ে ৪/২২৫; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০১; আলবাহরুর রায়েক ৮/১৭৮

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন