সফর ১৪৪২ || অক্টোবর ২০২০

যাকির হুসাইন - রমনা, ঢাকা

৫২০৩. প্রশ্ন

নামাযের মধ্যে যদি কারো হাই আসে তবে সে কী করবে? নিজের হাত মুখের উপর রাখা কি যথেষ্ট? নাকি হাই আটকানোরও চেষ্টা করতে হবে? গতদিন জুমআর বয়ানে খতীব সাহেব বললেন যে, হাই আসার পর আটকানো সম্ভব হওয়া সত্তে¡ও কেউ যদি মুখের উপর হাত রাখে তাহলে সেটা মাকরূহ হবে। তার কথাটি কি সহীহ?

উত্তর

হাঁ, প্রশ্নোক্ত কথাটি সহীহ। নামাযে কারো হাই আসলে যথাসম্ভব তা আটকানোর চেষ্টা করবে। হযরত আবু হুরায়রা রা. বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدّهُ مَا اسْتَطَاعَ.

কারো হাই আসলে সে যেন তা যথাসম্ভব আটকানোর চেষ্টা করে। (সহীহ বুখারী, হাদীস ৬২২৬)

অবশ্য যদি আটকানো কষ্টকর হয় তাহলে হাত মুখের উপর রেখে দেবে। যতক্ষণ পর্যন্ত হাই আটকানো সম্ভব হয় ততক্ষণ হাত ব্যবহার করবে না।

-খুলাসাতুল ফাতাওয়া ১/৫৭; হালবাতুল মুজাল্লী ২/২৩১; মুখতারাতুন নাওয়াযিল ১/৩১৪; আলবাহরুর রায়েক ২/৫২; আলইখতিয়ার ১/২১৫; হালবাতুল মুজাল্লী ২/২৩১; রদ্দুল মুহতার ১/৬৪৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন