যিলকদ ১৪৪১ || জুলাই ২০২০

মুহাম্মাদ আসলাম - জুরাইন, ঢাকা

৫১৪১. প্রশ্ন

আমাদের এলাকায় এক ব্যক্তি তার ছেলের জানাযা পড়াবার সময় সশব্দে কেঁদে ফেলে। নামায শেষ হওয়ার পর পাশের ভাইকে বললাম, নামায তো সহীহ হয়নি। কেননা যে সকল কারণে নামায নষ্ট হয়ে যায় সে সকল কারণে জানাযার নামাযও নষ্ট হয়ে যায়। আর বালা-মুসিবতের কারণে সশব্দে কাঁদলে নামায নষ্ট হয়ে যায়। প্রতি উত্তরে সে বলল, সে তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। তাই নিজেকে নিজে নিয়ন্ত্রণের চেষ্টা করার পরও যদি সশব্দে কান্না চলে আসে তাহলে এর দ্বারা নামায ভাঙে কীভাবে?

উত্তর

প্রশ্নের বিবরণ অনুযায়ী উক্ত জানাযার নামায সহীহ হয়েছে। নামাযে নিজেকে শোক-বেদনা থেকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে সশব্দে কান্না চলে আসলে এর দ্বারা নামায নষ্ট হয়ে যায় না।

-আলমুহীতুল বুরহানী ২/১৫২; খুলাসাতুল ফাতাওয়া  ১/১১৯; মুখতারাতুন নাওয়াযিল ১/৩২২; শরহুল মুনয়া পৃ. ৪৩৭; আদ্দুররুল মুখতার ১/৬১৯

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন