শাবান-রমযান-১৪৪১ || এপ্রিল- মে ২০২০

আবদুন নূর বিন রফীক - মুহাম্মাদপুর, ঢাকা

৫০৭২. প্রশ্ন

গত রমযানে একদিন এশার পরবর্তী দুই রাকাত সুন্নাত আদায় করার পর রমযানের কথা স্মরণ না থাকায় গতানুগতিকভাবে আমি ভুলে বিতিরও পরে ফেলি। বিতির শেষ হওয়ার পর তারাবীহ শুরু হলে আমার রমযানের কথা স্মরণ হয়। কিন্তু তখন আমার সংশয় হতে থাকে যে, তারাবীহ তো বিতিরের আগে পড়তে হয়। আমি তো বিতির পড়ে ফেলেছি, এখন কি আমার তারাবীহ হবে? এই দোদুল্যমান অবস্থা নিয়েই আমি তারাবীহ আদায় করি।

মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, আমার উক্ত তারাবীহ কি শুদ্ধ হয়েছে? না হলে এখন আমার করণীয় কি?

উত্তর

উত্তম হল বিতিরের নামায তারাবীহের পর আদায় করা। তবে তারাবীহের আগে বিতির পড়ে ফেললেও পরে তারাবীহ আদায় করা যায়। কারণ, তারাবীহর সময় সুবহে সাদিক পর্যন্ত থাকে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার তারাবীহ আদায় করা সহীহ হয়েছে।

Ñফাতাওয়া খানিয়া ১/২৩৫; আলহাবিল কুদসী ১/২৪৮; মুখতারাতুন নাওয়াযিল ১/৩৩৮; আলইখতিয়ার ১/২৩৯; আলবাহরুর রায়েক ২/৬৭

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন