জুমাদাল উলা ১৪৪১ || জানুয়ারি ২০২০

আদিল - চাঁদপুর

৪৯৯৩. প্রশ্ন

আমার এক বন্ধুকে সাথে নিয়ে জামাত করে আসর নামায পড়ছিলাম। ভুলবশত চতুর্থ রাকাতকে তৃতীয় রাকাত মনে করে দাঁড়িয়ে যাই এবং পাঁচ রাকাতের পর সালাম ফিরাই। সালাম ফেরানোর পর সে বলল, নামায তো পাঁচ রাকাত হয়েছে; তখন আমি কথা না বলে সাহু সিজদা করি এবং পুনরায় সালাম ফিরাই। আমাদের এ নামায কি শুদ্ধ হয়েছে?

উত্তর

চার রাকাতের পর শেষ বৈঠক করা ফরয। যেহেতু তা করেননি তাই আপনার ঐ ফরয নামায সহীহ হয়নি। যদি আপনি পঞ্চম রাকাতের সিজদার আগে আগে বসে গিয়ে সিজদায়ে সাহুর মাধ্যমে নামায শেষ করতেন তাহলে নামাযটি সহীহ হয়ে যেত। এখন আপনাদেরকে ঐদিনের আসর নামায পুনরায় পড়ে নিতে হবে।

-কিতাবুল আছল ১/২০৮; আলবাহরুর রায়েক ২/১০৩; বাদায়েউস সানায়ে ১/৪১৩; তাবয়ীনুল হাকায়েক ১/৪৮০; ফাতহুল কাদীর ১/৪৪৫; আদ্দুররুল মুখতার ২/৮৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন